প্রিয় শাহবাগ নিউমার্কেট টিএসসি প্রিয় ডাচ লাইব্রেরী প্রিয়
হাকিম চত্বর প্রিয় সিলভানা সিনোরিটা
তোমরা কি সেই আগের মতোই আছো
এখনো কি দিনশেষে সন্ধ্যা নেমে আসে তোমার তোমাদের বুকে
এখনো কি লাল নীল বাতি জ্বলে ওঠে সন্ধ্যার আহ্বানে
এখনো কি একটা মালা বিক্রির জন্য ফুলকলি মালা হাতে
দাঁড়িয়ে থাকে
সেই আশির দশকের মতো তোমাদের পূর্ণ যৌবনের
মহাসঙ্গীতের মূর্ছনার মতো
এখনো কি বন্ধুরা মিলে আড্ডার ফাঁকে ফাঁকে গরম চায়ের
কাপে উষ্ণতা খুঁজে ফেরে
আবারও কি তারা শান্তি খুঁজে ফিরে যায় আপন আপন ডেরায়
সকার বেকার বন্ধুরা সব আজও কি মায়ার দাবিতে ফিরে আসে
তোমার কাছে তোমাদের কাছে
এক কাপ চায়ের উষ্ণতা আজও কি আহ্বান জানায় প্রিয় বন্ধুদের
সেখানে
তুমি কতো ঋদ্ধ কতো সম্মানিত তা কি তুমি জানো
চায়ের কাপের কাপের উষ্ণতা নিয়ে আজ কেউ কাস্টমস
কমিশনার অথবা মেম্বার কেউবা জজ কেউবা প্রশাসন কেউ
কেউ আবার বিসিএস অফিসার
কেউবা ব্যবসা কেউবা বিদেশ এভাবেই কেটে গেলো প্রিয় ঢাকা
শহর প্রিয় তোমার তোমাদের সব প্রান্তর
এখনো কি আগের মতো বন্ধুরা এসে আড্ডা জমায়
তোমার বুকে তোমাদের বুকে
হাতে তুলে নেয় উষ্ণতায় ভরা এক কাপ গরম চা
মেতে ওঠে উল্লাসে গরম চায়ে ভেসে যায় আকাশ
বন্ধ হয় ঝটপট সকল দোকানপাট
এখনো কি প্রতিদিন ছুটে আসে বন্ধুরা সব তোমার কাছে
তোমাদের কাছে
এখনো কি ফুলকলি মালা তুলে দেয় কোনো সাহেবের হাতে
প্রিয় শাহবাগ নিউমার্কেট টিএসসি হাকিম চত্বর লাইব্রেরী
কেমন আছো তোমরা তোমাদের সব নতুন বন্ধুদের নিয়ে
একবার দেখোনা তাকিয়ে তোমরা তোমাদের চোখ বুলিয়ে