তোমার জীবনে আমি আর আমার জীবনে তুমি
এভাবেই গেড়ে দিয়েছিলাম
একদিন প্রেমের স্বপ্নালু খুটি
ফ্রেমবন্দী হয়েছিল অসামান্য মুহূর্তগুলো
সীমাহীন আকর্ষণে
সব ছন্দময় গান আজ ছন্দহীন হয়ে গেলো
ভটভটি ট্রলারের শব্দও আজ স্তব্ধ হয়ে গেলো
আমার সবই দিয়েছি তোমাকে
তোমাকে ছাড়া একটি মুহুর্ত ও আমি আর দেইনি কাউকে
একদিন জীবনের সকাল সন্ধ্যা সবই ছিলো
স্বর্ণ দিয়ে মোড়া
প্রেমের সন্ধ্যাকাশে তাদের সবই আজ নিভু নিভু তারা
নক্ষত্রপুঞ্জ আজ আর দেয়না উকি আকাশে
বিদায় নিয়েছে সব আজ যার যার বিকাশে
বাক-বাকুম সুরে ডাকেনা কবুতর আর
সেই নাম ধরে
সহসা বললে তুমি
আজ তবে আসি
বেদনার পানে রইলাম চেয়ে
অশ্রুজলে ভাসি
কিন্তু তুমি ঐযে তুমি গেলে
চিরদিন চিরকাল আমাকে একা ফেলে
এলেনা আর
কোনোদিন তুমি এলে না আর ফিরে
আজ সরল অঙ্কের সূত্রের খেলায় মেতে উঠি আমি
বুঝতে পারি
শুূধু এটুকুই বুঝতে পারি
নিছক ভুল পথের ধুলা মাখা এক পথিক ছিলাম আমি
কখনোই তুমি আমার কাছে আসোনি
আসতেও চাওনি তুমি
আর কোনোদিন আসবেওনা ফিরে
আমার দেয়া গোলাপের পাপড়িকে ঘিরে
আজ শুধু এটুকুই জানি