জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তাকিয়ে রবো শুধুই তোমার পানে
হয়তো গিয়েছো ভুলে অথবা ভুলে যাবে খুব শিগগিরই
ঠিকই তুমি ভুলে যাবে আমাদের মধুময় ক্ষণগুলি
হয়তো সুগন্ধি মাখা শাড়ীর আঁচল স্পর্শ করবে না আমাকে আর
হয়তো গাছের পাখিরা লুকিয়ে দেখবে না আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো
হয়তো আমাদের গায়ের ওপর পড়বেনা ঝ'রে গাছের পত্র পল্লব কোনো
হয়তো মাছরাঙা ডাক দিয়ে উড়ে যাবেনা আর মাথার ওপর দিয়ে
হয়তো দুপুরের ঘুঘু পাখির গানে শান্তি আনবে না আর মানবের মনে
তবুও ভাববো এই বুঝি তুমি এলে
আমারই হৃদয় জুড়ে আবারো তুমি এলে
তুমি ফিরে এলে আমারই দেখা স্বপ্নেরই কুঁড়েঘরে
অনেক দিয়েছি সময় তোমাকে আমি
দিতে চাই দেবো আরো অনেক বেশী
তবুও ভুল ক'রে হ'লেও ফিরে এসো তুমি
ফিরে এসো তুমি আমাদের ফেলে আসা মধুময় স্মৃতির ঘরে
অন্তত একবার ফিরে এসো
ফিরে এসো অন্তত একবার তোমারই স্বপ্নের নীড়ে