প্রেমের মহাকালের অপমৃত্যু হয়েছে আজ
প্রেমিক প্রেমিকার হৃদয়ে এখন দারুণ খরা
হৃদয়ের আতুর ঘরে প্রেমের বিভীষিকাময় কান্না
আর যন্ত্রনার অবিরাম চিৎকার
প্রেমিক নেই প্রেমিকা নেই এ জগৎ সংসারে
ভিখারির বেশে প্রেম আজ কেঁদে ফেরে দ্বারে দ্বারে
কোথায় সে প্রেমিক? কোথায় সে প্রেমিকা?
কোথায় গ্যালো তারা সব আজ?
প্রেমের ঊষালগ্নেই সমাধী ঘটে যায় আজকের প্রেমের
কোথায় সে স্বর্গীয় প্রেম? কোথায় সে ত্যাগ তিতিক্ষা?
বিড়ির ধোঁয়ার কুন্ডলির মতো উড়ে যায় প্রেম
যে প্রেম অঙ্কুরেই বিনষ্ট কোথায় তার অস্তিত্ব?
মাত্র চব্বিশ ঘণ্টায় কখনো বা তারচেয়ে ও কম সময়ে
শেষ হয় সব
কোথায় সেই লাইলী-মজনু, শিরি-ফরহাদ ও রোমিও- জুলিয়েট?
আজ তারা গেলো কই সব?
পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেম আজ কোথায় গ্যালো?
জীবন বলি গৃহত্যাগী আজ আর নেই কেউ অমর প্রেমের জন্য
কোথায় সে দুনিয়া কাঁপানো প্রেম?
শতো সাধ আকাঙ্ক্ষার প্রেম ব্যর্থতার দায় আজ প্রেমিক প্রেমিকার