কেমন ক'রে লিখবো বলো হারিয়ে গেছে ভাষা
দুঃখ আমার কেড়ে নিলো জীবনের সব আশা
তবুও আজি বেঁচে আছি শুধু ই তোমার জন্য
তোমার আদর ভালোবাসায় আমি যে আজ ধন্য।
ভার্সিটি তে থাকাকালীন বলতে অনেক কথা
তারপর ওতো থেকে যেতো মনের শতো ব্যথা
ছিপছিপে গড়ণ তোমার লম্বা ছিলে অনেক
চোখের পরে চোখ রেখে হারিয়ে যেতেম ক্ষণেক।
কেমন ক'রে বোঝাই বলো দিন যে আজি শেষ
এরই মাঝেই যাচ্ছে কেটে জীবন সবার বেশ
করেনা ক্ষমা বয়স কারো বুঝলাম অবশেষে
প্রেমের খাতায় নাম লেখালাম তোমায় ভালোবেসে।