এমন এক সময় ছিলো যখন মানব হৃদয়ে
প্রেম ছিলো ভালোবাসা ছিলো
প্রেম ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকা
এক সময় জলে ডুবে আত্মাহুতি দিতো
চড়াদামে বিক্রি হতো প্রেম
এক কেজি প্রেমের দাম ছিলো প্রায় এক বিলিয়ন ডলার
প্রেমিক প্রেমিকাকে নিয়ে তখন রচিত হতো অজস্র গান
তারা নক্ষত্র জলে উঠতো আকাশে অবলীলায়
আজ আর নেই কোনো প্রেমের তারকা
প্রেমিক প্রেমিকার অপমৃত্যু ঘটেছে আজ
প্রেমের অস্তিত্ব আজ বিলুপ্তির পথে
তলানিতে গিয়ে ঠেকেছে আজ সবকিছু
চড়া দামে এখন আর বিক্রি হয়না প্রেম