স্মৃতির বাঁশির কানফাটা আওয়াজ বন্ধ হয়ে যায় একদিন
কিন্তু বেদনার ইতিহাস কথা বলে যায় চিরদিন
দুঃখের বিশাল মানচিত্র রচিত হয় কষ্টের রং তুলির আঁচড়ে
যৌবনের মহাসঙ্গীতের মূর্ছনায় ভেসে ওঠে জীবনের শ্রেষ্ঠতম প্রেম
মনের সাথে মন ছুঁয়ে গড়ে ওঠে প্রেমের বসতি
দুটি হৃদয়ের সমন্বয়ে রচিত হয় প্রেমের সাম্রাজ্য
রক্তিম ওষ্ঠের লবনাক্ত চুম্বনে একাকার হয়ে যায় মন
ভেসে যায় লোনা জলে সারাৎসার
কিন্তু একদিন একদিন ভেঙে যায় মহা মিলনমেলা
স্তব্ধ হয় থেমে যায় জীবনের অসামান্য ইনিংস এর খেলা
প্রেম সাগরে হাবুডুবু খায় বিষাদের বদ্বীপ
মাঝিহীন তরণী ভেড়েনা আর ভাঙা চোরা ঘাটে