ভালোবাসা কারে বলে শেখা হলোনা
জীবন যারে দিলাম তারে বুঝা হলোনা
ভালোবাসার এই জীবন
মরণ কালে এই স্মরণ
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া ভালোবাসার ঘর
সেযে আমায় ফেলে গেছে ছেঁড়া কাথার পর।
শূন্য ছিলো তোমার আমার ভাঙা কুঁড়ে ঘর
কেনো তুমি বুঝলে না গো ব্যথার বালুচর?
অন্ধকারে ভাঙলে বুক
দেখলে আমার সকল দুখ
কোন্ বেটা যে নিলো কেড়ে? নিলো আমার সব
পাহাড় নদী পাখিগুলোর থামলো কলরব।