আমায় তুমি একলা ফেলে
গ্যাছো অনেক দূরে
আমি যে আজ মরছি ডুবে
অসীম পাতাল পুরে।
গ্যাছো তুমি ছেড়ে আমায়
কোটি মাইল দূরে
কিন্তু তুমি ঠিকই আছো
হৃদয় আকাশ জুড়ে।
যতোই তুমি দূরে থাকো
আছো ঠিকই কাছে
তোমার কথা দিবানিশি
মন ভূবনে ভাসে।
ডুবতে পারে চাঁদ আকাশে
ডুবতে পারে সূর্য
ডুববে না যে বীর সেনানী
তোমার রণতূর্য।
তোমায় নিয়ে রণক্ষেত্রে
লড়ছি দিবারাত্রি
আজকে আমি তোমার জন্য
মরণপথের যাত্রী।
মিষ্টি মুখের মিষ্টি কথায়
দিলে পাগল করে
আজকে আমার মন কাঁদে হায়
তোমার কথার ভিড়ে।
এখনো তুমি আমারই আছো
আছো আমার শ্বাসে
রাখবো তোমায় সারাজীবন
রাখবো ভালো বেসে।
যেথায় তুমি থাকো না কেনো
তোমার আকাশ জুড়ে
তুমি ই আঁকা একটা ছবি
আমার আকাশ ঘিরে।
রাতের আকাশ তারায় ভরা
তারার মিলনমেলা
তারই মাঝে যায় খেলে যায়
তোমার চোখের খেলা।
তুমি আমার দিনের সূর্য
রাতের জোছনা মুখ
তোমার বুকে মুখ লুকিয়ে
খুঁজবো মনের সুখ।
হয়তো তোমায় পাইনি আমি
পাবো না আর কভু
হৃদয়ে আমার থাকবে তুমি
সারাজীবন তবু।