আগুণ দেখেছো দেখছো দেখবে দেখবেই চিরকাল
আগুনের লেলিহান শিখায় দাবানলে পুড়তে দেখেছো
জলতে দেখেছো
কাঠের আগুন বনের আগুন ঘরপোড়া আগুন সিগারেটের আগুন
সবি দেখেছো
এসব আগুন এক সময় নিভে যায়
থাকে শুধু ছাই ভস্ম
বৃক্ষের সুশীতল ছায়াতলে বাসকরা পশুপক্ষী ও তাদের
আস্তানা ছেড়ে কেটে পড়ে সুযোগ বুঝে
হয়তো থেকে যায় বৃক্ষের নীরব কান্না পোড়া ভস্ম ছাইয়ের
পত্র পল্লবে
মানুষ বেঁচে থাকে প্রেমের মাঝে হাজার বছর
প্রেম ছাড়া জীবন চলে না
বাঁচতে পারে না কেউ প্রেম বিহনে
তাই প্রেমে পড়ে মানুষ বারবার
আজীবন প্রেমে পড়ে মানুষ
প্রেমিকার হাত ধরে হেঁটে যাবার সময় অন্য মেয়ে অন্য তরুণী
অন্য নারীর চোখে বিদ্ধ হয় তীর ধনুকের ফলকা
পুরুষ কি নারী হৃদয় হেঁটে যায় পরস্পর
টের পায় বা পায় না কিছুই তার কি হচ্ছে কি ঘটছে তার পাশে
মানব প্রেমের ইয়ত্তা নেই
মৃত্যুর আগ পর্যন্ত একাধিক বার প্রেমে পড়ে মানুষ
নতুন কে জানা নতুনের প্রতি মানবাকর্ষন চিরন্তন
তাই ঝুঁকে পড়ে মানুষ নতুন স্পর্শের সুখানুভূতি তে
মানুষ ভুলে যায় তার অতীত ভুলে যায় তার বিষাদময় দুঃসময়ের
ব্যথা বেদনার ইতিহাস
তাই নতুন করে প্রেমে পড়ার আগে মনকে জিজ্ঞেস করো মন
তুমি কি প্রেমানলে পুড়তে রাজি আছো আবার ?
প্রেম প্রথমে গোলাপের ঝুড়ি নিয়ে হাজির হয়
পরে কাটার রক্তের ডালি হয়ে থেকে যায় আজীবন
তাই জানতে চাও মনের কাছে
আরও একবার কি প্রেমানলে পুড়তে ক্ষতবিক্ষত হতে বেদনার
বাসর গড়তে রাজি আছো মন?
তবুও মানুষ প্রেম করে এবং করবে!