প্রেম
আমার জন্য সব সময় এক সন্দেহের ধূম্রজাল সৃজন করেছিলে তুমি
সন্দেহের তরী বেয়ে গম্তব্যহীন এখনো চলছি কিনা বলতে চাই না আমি
তবে শুরু থেকেই সন্দেহের তীরবিদ্ধ হয়েছিল আমার কোমল হৃদয়
আর সেখানেই ঘটে গেলো যতসব বিপত্তি
সেই থেকে সন্দেহের বাতি জ্বলতেই থাকলো
কুপির মতো নিভু নিভু ক'রে জ্বলছিল প্রেমের বাতি
লাউশাক পুইশাক সজনের ডাটা পুকুর ঘাট এয়ারপোর্ট
কতকিছুই না দেখলাম চিনলাম এ জীবনে
আমার এ মন আর হৃদয় দিয়ে
কিন্তু প্রেম শত চেষ্টাতেও চিনতে পারলাম না তোমাকে আমি
কেমনতরো কড়া মেজাজ সব সময় আতঙ্কিত ক'রে তুলতো আমায়
বারবার যেন অবলম্বনের সেতু ভেঙে পড়ছিল
বিশ্বাসের ভিত নড়ে যাচ্ছিল আমার
প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হ'য়ে গেলো সবকিছু একেবারে
প্রেম তারপর ও কিন্তু ভুলিনি তোমায়
আজও তোমাকে চেনার আমরণ যুদ্ধে লিপ্ত রয়েছি আমি
একটু একটু ক'রে চেনার স্তর তৈরী হয়
আবার হঠাৎ ক'রে কেন জানি ফসকে যায় সব
ভেঙে যায় বিশ্বাসের দালানবাড়ি
খসে পড়ে ইট সুরকী চুন
ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মরতে থাকি আমি
কিছুই বুঝতে পারিনি আমি
আষাঢ়ের মেঘের মতো বিষন্ন অন্ধকারে কেটে গেলো ত্রিশ বছর
তবুও চেনা হলোনা তোমাকে আমার
এ জীবনে কবে যে আর চিনতে পারবো তোমাকে
ভেবেই পাইনা
তবে যুই মালবিকার মায়াজালে আবদ্ধ হ'য়ে লেগে আছি এখনো তোমার পিছে
অন্তত একটু যদি চেনা যায় প্রেম তোমাকে একবার