কে আছে এ বিকেলবেলা?
আমারই হাত ধরবে এসে দুঃসাহসে
আমি যে এক অস্ত যাওয়া সূর্যের খেলা
আমি শুধু একাই আমি
একলা আমি এ জীবনে আর কেহ নাই
কে আছে বা আমায় দেখার?
সূর্য আমার নিভে গেছে জীবন থেকে
ধরবে না আর আলো মেলে এ জীবনে
আসবে কি কেউ আমার সাথে বিকেল বেলা জ্বোনাক জেলে
কেমন ক'রে থাকবো বলো একলা আমি সাগর জলে?
সূর্যের আভা নিভে গেছে আমি যে আজ অন্তরালে
কেউ কি এসে বলবে আমায়?
ভাবছো কেনো এমন ক'রে?
আমারই এ অস্তবেলা রইবো শুধু আঁখি মেলে
একলা আমি
কেউ কি এসে বলবে আমায়?
সাগর জলে যাইনা খেলে