এ জনমে ছবি তোমার হবে না আর দেখা
পর্জনমে তোমার সাথে হবে ঠিকই দেখা।
এ জনমে এঁকে যাবো ভালোবাসার ছবি
পর্জনমে নীলাকে তাই খুঁজে পাবো আমি।
শিল্পী সুলতান এঁকে দেবে এমন একখান ছবি
সেই ছবিতো ভালোবাসার নয়তো শুধু ই ছবি।
দা ভিঞ্চি কাঁদবে ব'সে দেখে তোমার ছবি
বলবে সুলতান শিল্পীই নয় সেতো বিশ্ব কবি।
পর্জন্মে ভালোবাসার বয়স যখন হবে
তোমার মুখের মিষ্টি হাসি আমার কথা কবে।
আজকে বুকে দারুণ ব্যথা ভাবি ব'সে দু'জন
দুপুর বেলা গাছের তলে শুুনবো পাখির কুজন।
আজকে মাঠে দারুণ খরা ক্যামনে ফসল হবে?
কষ্টেপ মারা কৃষাণীর মুখ ক্যামনে কথা কবে?
তারুণ্য আর নব যৌবন করবে যখন তাড়া
কাটবো টিকিট চড়বো বিমান করবো তাড়াহুড়া।
মুখখানা যে থাকবে খোলা আর হবেনা দেরী
বলবো ডেকে নীলা তোমার প্রেম ভিখারি আমি।
নীলাম্বরী শাড়ী প'রে ঘুরবে সারাক্ষণ
অফিস সেরে ঘরে ফিরে করবো আলিঙ্গন।