তোমার গানে পলাশ ফোঁটে
তোমার ঠোঁটে শিমুল
তোমার জন্য গোলাপ ফোঁটে
বাগানে বিলকুল ।

তুমি যদি না আসো তো
বাগানের কি হবে ?
ফুলগুলো সব শুকিয়ে যাবে
সতেজ নাহি রবে।