দিনশেষে পাখিগুলি ক্লান্তির সুরে
গেয়ে যায় গানসব ফেরে তার নীড়ে
খেলে তারা আকাশে বসে গিয়ে গাছে
ঝিম আর ঘুমে তারা ক্লান্তিরে মুছে।
ক্লান্ত দেহে তারা বসে গাছের ডালে
জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই চলে
পোকামাকড় সাপ কোপ উপেক্ষা করে
জীবনের চর্কাতো এভাবেই ঘোরে।
ঘুমানোর জায়গা তার আছে শুধু ডালে
নিশ্চিন্তে কয় আহা যা আছে তার ভালে
নির্ঘুম রাত যায় মুখে নাই কথা
লুকিয়ে রাখে তার বুকে সব ব্যথা।
ভোর হলেই গান গেয়ে ডেকে কয় ভাই
এসো সবে করি কাজ মিলেমিশে তাই
আকাশে উড়বো আজ মাঠে রবো বসে
খাবো সব পোকামাকড় সবি সোল্লাসে।
তারিখ-
বাংলা-১৬ চৈত্র ১৪২৮
ইংরেজী-৩০-০৩-২০২২
সময়ঃ ২৩-৫৬মিঃ
স্থানঃ বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ