আত্মসমর্পণ শব্দের সাথে সংযোগ আছে সম্পর্ক আছে
মানুষের আর আছে জীবজন্তুর
মানুষ মানুষের কাছে পাখি পাখির কাছে বাঘ বাঘের কাছে
পরাজিত হয় বারবার পরাজিত হয় অসংখ্য বার হাজার বার
রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধে সমরক্ষেত্রে পরাজিত হয় সৈনিক
বশ্যতা স্বীকার ক'রে রাষ্ট্র ছেড়ে দেয় অবশেষে
কিন্তু পাতকী অর্থের কাছে অর্থের পরাজয় মানুষের কাছে
মানুষের পরাজয় হয় শুধু হররোজ আর হয় দৈনিক
মৃগেল মাছের মতো অর্থ গিলে খায় মানুষ
সকল অন্যায় অপরাধ চাওয়া পাওয়ার হিসেব মিলায়ে নেয়
শুধু পাতকী অর্থের বিনিময়ে
আইন পরাস্ত হয় পরাজিত হয় পাতকী অর্থের কাছে
গভীর রাতের আঁধারে বটবৃক্ষের কান্নার নীরব আওয়াজের
সাথে কাঁদতে থাকে আইনের প্রয়োগ
খুব গোপনে কাঁদতে থাকে সে নীরব কানায় রোধ হ'য়ে যায়
তার অসহায় কন্ঠ
কাঁদতে থাকে মানুষ গাছ পালা বৃক্ষদেবী একসাথে সব
কাঁদতে থাকে যাজ্ঞসেনী দ্রোপদী কিন্তু কি-ইবা করার আছে
আইন প্রয়োগের খাতায় ঘুন ধরেছে সেই কবেকার কথা
ঝুরঝুর ক'রে ঝ'রে পড়ছে সকল পাতা আইন প্রয়োগের খাতার
সব অক্ষরই বিলিন হ'য়ে গেছে বহুকাল আগে
আইনের কঠোর প্রয়োগ আজ বড়ো অসহায় তাই মানুষ গুলো
কাঁদে আর ঠকে
হাত পা ধরে কাঁদতে থাকে আইন প্রয়োগ
অসহায় জনগন কতোটাই বোঝে তার যে
মাছ মাংস বিরিয়ানি এসবতো নিত্য খায় মানুষ
গোটা পৃথিবী আজ বড়ো অসহায় সকল মুদ্রা আজ পৃথিবীকে
গিলে খায় অর্থ গিলে খায় সবকিছু আজ গিলে খায় একেবারে
ঠিক মৃগেল মাছের মতো
আর কতো পাতকী অর্থ গিলে খাবে তারা আর কতো অসহায়
মানুষের জীবন নিয়ে খেলে যাবে আর দূরে ব'সে বাজাবে
দোতারা
আর কতো গিলে খাবে
গিলে খাবে পাতকী অর্থ
ঠিক না খাওয়া সব শুয়োরের মতো