আমার মনে অনেক ব্যথা
বুঝলো নারে কেউ
কেমন করে বাঁচবো বলো
উঠলে ব্যথার ঢেউ।
সবাই আমায় ভুল বোঝে আর
বলে নানান কথা
কেউ জানে না কেউ বোঝে না
আমার গোপন ব্যথা।
লোকটা আমি নইযে খারাপ
যেমন সবাই ভাবে
আমার মতো লোকটা কোথায়
হারিয়ে গেলে পাবে।
কানে শুনে বিচার করে
মস্তক দিয়ে নয়
এরই মাঝে সকল কিছু
যায় হারিয়ে যায়।
বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে
করে না কেউ বিচার
শোনা কথায় বিচার করে
হায়রে দেশের আচার।
এ দুনিয়ায় কারোর ব্যথা
বুঝলো নারে কেউ
জলহারা এই তটিণীতে
উঠবে নারে ঢেউ।
পরের কথা বিশ্বাস করে
পুড়িয়ে দিলে ঘর
চক্ষু মেলে দেখলে নারে
কেবা আপন পর।
ভুল করে সব মানুষরে ভাই
ভুল তো সবার হবে
পথ হারালে পথিক যে আর
পথ না খুঁজে পাবে।
ঘরছাড়া যে হলো একবার
ফিরবে না আর ঘরে
কষ্টেভরা জীবন তাহার
ছাড়বে না আর তারে।
একটা জীবন একটা সাগর
হরেক রকম ঢেউ
উতরে যাবে সকল বাঁধা
জানলে সাঁতার কেউ।