বিচার করা নয়তো সোজা
তবুও করতে হয়
দোষগুন আর ত্রুটিগুলো
খুঁজে দেখতে হয়।
দোষেগুনে মানুষ সৃষ্টি
ফেরেস্তা কেউ নয়
দোষ ত্রুটির বিচার করলে
তবেই বিচার হয়।
অতীত টেনে বিচার করা
মোটেই শুভ নয়
সব মানুষের অতীত আছে
জ্ঞাণী জনে কয়।
মানুষ শেখে মানুষ বদলায়
মানুষ এগিয়ে যায়
পরিবর্তনের মাঝেই মানুষ
পরিবর্তনেই রয়।
পরিবর্তনই মানুষের ধর্ম
বঝতে হবে আগে
এ বিষয়টা রাখলে মাথায়
বিচার হবে তবে।