কেউ যখন ধরা খায়
অপরাধের দেয়ালে
অপরাধী গুণ গায়
শতরূপ খেয়ালে।
গুণ আছে ভালো কথা
আগে কেনো বলোনি?
অপরাধ করে তোমার
কেনো এতো ফুটানি।
টাকা দিয়ে খবর ছাপো
অপরাধ ঢাকাতে
সিসিটিভি আছে তোমার
গুণ কীর্তি ধরাতে।
যতোই বলো মুখে তুমি
অপরাধ করোনি
ডকুমেন্ট অপরাধের
সাক্ষ্য দেয় তখনি।
সাজো তুমি ভালো মানুষ
আসলে তো ভালো না
সিসিটিভি সাক্ষ্য দেয়
কীর্তি তোমার দেখোনা।
অপরাধ করার পরে
গাও কেনো এতো গুণ
একা গেয়ে পারো না তাই
টাকা দিয়ে ছাপো গুণ।
সোজা তুমি অপরাধী
অকপটে বলো তাই
অপরাধ স্বীকার করে
শাস্তি টা নেও ভাই।
ভদ্রবেশী অপরাধীর
সমাজে ঠাঁই নাই
মুখোশ করে উন্মোচন
কল্লা টা ধরো ভাই।
ট্রান্সফার শাস্তি না
জানে সকল জনগন
ক্ষেপে গেলে তারা কিন্তু
হবে সবই অবসান।
অপরাধী যে-ই হোক
নাই কোনো ছাড় তার
ধোকা দিয়ে জনগণকে
পাবে না কো কেউ পার।
বদলী আর ক্লোজ বলো
নয় কোনো শাস্তি
প্রমাণ হলে অপরাধ
ডিসমিস ই প্রাপ্তি।