আমি তো নিছক এক অবোধ শিশু পৃথিবীর আলো দেখা শুরু করেছি মাত্র
এখনো আলোর ফুল বিচ্ছুরণ ঘটেনি জীবনে আমার
আমার আমাকে তো তোমরা ছুঁতেই পারো,নিতেই পারো তুমি আমাকে
তোমার মতো করে
খেতে পারো গিলেও তুমি একেবারে তোমার ইচ্ছে মতো যেখানে খুশী
নিতেও পারো অনেক দূরে

মাত্র একটা চকলেট দিলেই আমি ভুলে যাবো সব
আমার মান সম্মান মর্যাদা ইজ্জত সব কিছু বিলিয়ে দেবো আমি
আমি তো শিশু সদ্যোজাত এক শিশু মাত্র
আমার কি বুঝার ক্ষমতা আছে? আমি কোথায় যাচ্ছি? কার সাথে যাচ্ছি?
কেনো যাচ্ছি? এর পরিণতি কি? আইন কি? কিছু ই বুঝিনি আমি

একটা চকলেটের আকর্ষণেই আমি তো পিছু ছুটবো তোমাদের
তবুও হটবো না পিছু, যা-ই হোক না কেনো,কারণ আমি তো শিশু
দৌড়াতে দৌড়াতে ক্লান্ত ও হবো না এতটুকু, একটা চকলেটই টেনে নেবে
আমাকে চুম্বকের মতো,এর বেশী কিছু না

চকলেটের যাদুকরি স্পর্শেই হাজার হাজার মাইল পাড়ি দেবো তোমার সাথে
দূরে চলে যাবো চোখের নিমেষেই হাসতে হাসতে ফুলের পাপড়ির মতোই
সাগরের পর সাগর পাড়ি দেবো এক অজানার উদ্দেশ্যে
ভুলে যাবো সকল ভূত ভবিষ্যত আমার

আমি এক অভিভাবক হীনা অবোধ শিশু,কেউ নেই এ পৃথিবীতে আমার
আমিও বুঝিনি তোমরা ও বলোনি কিছু
অথচ ছাড়োনি তোমরা কেউ ই আমার পিছু

কেউ বলেনি আমায় ঝাপ দিওনা আগুনে
আমি তো না বুঝেই ঝাপ দিয়েছি অনলে
প্রখর আগুনে দাউ দাউ করে জ্বলছি আমি
হা আমি অপরাধী, অপরাধ করেছি আমি
অল্প বয়সে ভুল করেছি ঠিকই,অস্বীকার করিনা এতটুকু তার আমি

একটা চকলেটের লোভে প্রতারকের ফাঁদে পা দিয়েছি
প্রলুব্ধ করেছে ক্ষণে ক্ষণে তারা, মিটিয়েছে লোভ লালসা তাদের
আমার দেহ ছেনে ছেনে কুড়িয়েছে উষ্ম সুখ ইচ্ছেমতো  

কিন্তু আমাকে যারা শিশু পেয়ে চকলেটের লোভ দেখিয়ে অন্ধগলিতে
অন্ধকুপে নিক্ষেপ করেছে
আমার সাথে তাদের সোনামুখগুলো ও জাতির সামনে তুলে ধরুন
উন্মোচন করুন মুখোশ সকল অভিজাত শ্রেণীর প্রলুব্ধা করেছিলো
যারা আমায়

শুধু আমার কেনো সকলের মুখ ভেসে উঠুক টিভি স্ক্রিনে
জগত দেখুক বিশ্ব দেখুক আমি এ অপরাধ করিনি একা
আমার সাথে যতোসব রথী মহারথী চি বুড়ী, কিৎ কিৎ খেলেছিলো
ধরুন তাদের সকলকে

আগুনে ঝাপ দিতে কারা আমার মতো অভিভাবক হীনা এক শিশুকে
প্রলুব্ধ করেছিলো খুঁজে বের করুন তাদের সকলকে
একজন শিশু একা কি এরূপ অপরাধ করতে পারে কাউকে ছাড়া?
কিংবা কারোর সাহায্য ছাড়া
হা আমি অপরাধী! অপরাধ করেছি আমি বলছি নির্দ্বিধায়
একা একা কি করা যায় এ অপরাধ?

কিন্তু!
সমাজের এলিট গ্রুপ হুয়াইট কালার ক্রিমিনাল যারা একটা চকলেটের
লোভ দেখিয়ে সর্বনাশ ডেকে আনলো জীবনে আমার
কেড়ে নিলো আমার মুখের মিষ্টি মধুর হাসি
তাদের কি কোনো দায় নেই? নেই কি কোনো অপরাধ তাদের?

যদি থাকে
তাহলে জাতি দেখুক কারা এ অপরাধ জগতে বিচরণ করছে অবাধে
জীবনের পুতুল খেলায় কারা ছিলো মেতে আমার সাথে?
হা আমি অপরাধী! তবুও জাতি দেখুক এরা কারা!
অন্তত আমাকে দিয়ে ও নিয়ে যারা ঘটিয়েছে এ অপরাধ কান্ড!