আমাকে অপমান অপদস্ত ক'রে
তুমি কতোটা শান্তি পেতে চাও?
পাও,তুমি হৃদয় ভ'রে শান্তি পাও
আমার কোনো আপত্তি নেই তাতে
যতোটা গালি দিলে তোমার আত্মা তৃপ্ত হয়
তারচে বরং বেশী ক'রে গালি দাও আমাকে
আমি একটু ও আপত্তি করবো না
কতোটা ঘৃণা করলে তোমার হৃদয়ের তৃষ্ণা
মিটবে
তারচে বরং বেশী ক'রে ঘৃণা করো আমাকে
আমি একটু ও দ্বিধান্বিত হবো না
তুমি আমাকে পাথর ছুড়ে মারলেও রক্তাক্ত
ক্ষতবিক্ষত
দেহে উত্তেজিত হবোনা আমি
আমি শুধু দেখবো আমাকে গালি দেবার সময়
তোমার কোনো কষ্ট হয় কিনা
ঘৃণা করার সময় তোমার শ্বাসরুদ্ধকর অবস্থা হয়
কিনা
পাথর ছুড়ার সময় তোমার কোমল হস্তে ব্যথা
পাও কিনা
এতোসব কিছুর পরও আমি চাই তোমার মঙ্গল
তুমি ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো
তোমার য্যানো ন্যুনতম কষ্ট না হয় আমার জন্য
তুমি ভালো থেকো সারাক্ষণ সারাবেলা সারাদিন
সারাজীবন ধ'রে