হিংসা ছাড়া কজন মানুষ এই দুনিয়ার পরে
কাজ করে যায় তারাই সদা সত্যি পরের তরে
তাদের সংখ্যা নেহায়েত কম গুনার মতো নয়
কর্ম তাদের তবুও আহা ফেলে দেবার নয়।
হিংসা করা মানুষ বেশী এই দুনিয়ার পরে
বনের মহিষ তাড়ায় তারা নিজের খেয়ে পরে
পারেনাযে দেখতে তারা অন্য কারোর ভালো
সবকিছুতেই গন্ধ খোঁজে বাজায় বারোতেরো।
অন্যের ক্ষতি করার জন্য সদাই তারা তৈরী
থাকবা নাথাক কোনো কারণ ভাবে তারা বৈরী
হিংসামূলে অন্যের ক্ষতি করাই তাদের কাজ
এমন ক্ষতি করার পরও নাইকো তাদের লাজ।
হিংসা করে অন্যের ক্ষতি করতে পারে তারা
আত্মতৃপ্তি লভে তারা অন্যের ক্ষতি দ্বারা
অন্যের ক্ষতি হয় যদিবা তাতে তাহার কি
উন্নতি যে হবেনা তাহার পান্তা ভাতে ঘি।