অহংকার পতনের মূল সেই ছোটো বেলা থেকে শুনে আসছি
বহু বছরের অভিজ্ঞতা আর গবেষণার ফল হিসেবে এ প্রবাদটি
আজ মানব সমাজে ব্যাপকভাবে প্রচলিত
অহংকার করলে পতন অনিবার্য

আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মাটিতে পা রাখেনা
তারা মানব কাতারে সামিল হতে চায়না
তারা আকাশে পাখির ডানায় ভর করে উড়তে উড়তে আকাশেই
রয়ে যায়
পাতালে চায়না নামতে তারা

তারা ভাবে তাদের সমকক্ষ কেউ নেই এ সমাজে এ পৃথিবীতে
অনেক বড়ো ভাবে নিজেদের তারা,তাদের মতো আর কেউ নেই
সকালে যে সতেজ ও সজীব ফুল হৃদয় হরণকারী সৌরভ ছড়িয়ে
মধু-মক্ষিকা ও মানব মনকে সুরভিত ও উদ্বেলিত করে তোলে
সেও বিকেল হতে না হতেই সৌরভ হারিয়ে নেতিয়ে প'ড়ে প্রকাশ
করে তার অসহায়াত্ত্ব
সকালের কদর আর বিকেলে থাকে না তার
চরম অবহেলায় নিক্ষিপ্ত হয় ডাস্টবিনে দলিত মথিত হয়ে

মানুষ তার গৌরব নিয়ে কতোই না বড়াই করে
বংশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বড়াইয়ের সাঁজঘর গড়ে
তোলে
কতোই না নাক উঁচু করে কথা বলে তারা
জমিদারি ছিলো তাদের,তার দাদা জজ ব্যারিস্টার ছিলো
মানুষ কে তারা মানুষ-ই মনে করে না
তাদের মতো বড়ো আর কে আছে

কিন্তু মূর্খরা জানে না মানব ইতিহাস
জানে না রাজা রাজারাদের ক্ষমতা ও ঐতিহ্যের কাহিনি
কতো রাজা কতো ক্ষমতাশালী লোক এলো গেলো তার কি
ইয়ত্তা আছে
বিশাল সাম্রাজ্যের মালিক যে রাজা তারও অস্তিত্ব খুঁজে পাওয়া
যায় না এক সময়
কতো রাজার বংশধরদের শেষ পর্যন্ত কি করুণ পরণতি হয়
কিছু-ই খোঁজ রাখে না তার

তারা বুঝতে চায়না ফুলের সৌরভ আর মানব গৌরব
খুবই ক্ষনস্থায়ী,চিরস্থায়ী নয় এর কোনো কিছু
হে মানব তাই মনে রেখো
তুমি যে-ই হওনা কেনো অহংকার করলে ফুলের সৌরভের মতো
একদিন তুমিও তোমার গৌরব হারাবে!
হারিয়ে যাবে ইতিহাসের অতল গহ্বরে