কর্মজীবন শেষে সবার
আসে অবসর
বিনা কাজে যায়না সময়
কেমনে করি পার।
এমন সময় ছিলো একদিন
মৌমাছিরা যতো
আঠার মতো থাকতো লেগে
অক্টোপাসের মতো।
মধু খেতে আসতো তারা
খেতো পরাণ ভরে
থাকতো তারা তাকিয়ে আবার
নতুন চাকের তরে।
চেটেপুটে খেতো মধু
মিষ্টি কথা ব'লে
খাবার পরে মৌমাছি সব
যেতো আবার চ'লে।
এখন আমি অবসরে
নেয়না খবর কেউ
নদী আমার শুকনো আজি
ওঠে না আর ঢেউ।
গাছের সাথে কথা বলি
আকাশ পানে চাই
তারার সাথে কথা বলি
একটু শান্তি পাই।
বাড়ির সামনে থাকি বসে
কেউ বা যদি এসে
কথা বলে আমার সাথে
আনন্দে যাই ভেসে।
ঝাপসা চোখে চেয়ে দেখি
কতো পথিক যায়
চায়না কেহ আমার দিকে
নিঠুর দুনিয়ায়।
বালিকার দল হাসতে হাসতে
ঢ'লে পড়ে গায়
ব'লে দেখো ঐযে বুড়ো
কেমন করে চায়।
একদিন আমার এই দুনিয়ায় -
টগবগে রক্ত ছিলো
স্রোতস্বিনী নদী ছিলো
নদীর জলে ঢেউ ছিলো
বাগানভরা ফুল ছিলো
ফুল বাগানে মালি ছিলো
মধুর চাকে মধু ছিলো
মধু খাবার ভ্রমর ছিলো
গাছের ডালে পাখি ছিলো
গানের পাখির সুর ছিলো
এখন আমার সবই গেছে
গেছে অবসরে
এখন কাছে কেউ আসে না
তাকায় না আর ফিরে।
হায়রে আমার সুখের দিন
কোথায় চলে গেলো?
এখন আমার জীবন স্মৃতি
শুধু ই এলোমেলো।