মানুষ কে নাকি অভিশাপ দিতে নেই
না আমি মানি না
এটা একেবারে ই মানি না
আমি তোকে অভিশাপ দেবো হৃদয়ের অন্তস্থল থেকে
শতবার হাজারবার কোটিবার অভিশাপ দেবো তোকে
আমার অভিশাপেই ভস্ম হবি তুই
পাহাড়ের চূড়া থেকে ছিটকে পড়ে মৃত্যুর কোলে ঢলে
পড়বি তুই
বিষধর সাপের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে নিমেষেই পৌঁছে
যাবি অচিন পুরে
দগদগে আগুনে ঝাপ দিয়ে পুড়ে ছারখার হবি তুই
দম ফুরানোর সময় এক গ্লাস অন্ধকারে ডুবে থেকে
কাউয়ার মতো ছটফট করতে থাকবি তুই
ভূমিকম্পে বিধ্বস্ত বিল্ডিংয়ের মাঝে চাপা পড়ে বাঁচার
শতো আকুতিতেও তোর ডাকে সাড়া দেবে না কেউ
ষাটোর্ধ বুড়োর প্রেমের সাগরে হাবুডুবু খাবি তুই
তোকে অভিশাপ দিচ্ছি
হা তোকে অভিশাপ দিচ্ছি
যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে
ততোদিন বারবার প্রেমের আগুনে জলে পুড়ে মরবি
ছারখার হবি তুই
তারপরও আমি বলবো না বিধাতা ওকে রক্ষা করো
বলবো শুধু এটুকুই
তুই প্রেমে পড় তুই মর!