বলবো না আর লিখতে তোমায়
কবিতা বা কিছু
হারিয়ে যাবো তোমার থেকে
ফিরবো না আর পিছু।
ব'লে ব'লে ক্লান্ত আমি
পারছি না আর বলতে
তোমার কথা ভাবতে ভাবতে
পথ হারালাম চলতে।
তোমার লেখা ভালো লাগে
তাই তো লিখতে বলি
তোমার লেখা পড়তে পড়তে
খুশিতে পথ চলি।
তোমার লেখা পেলে আহা
আনন্দে যাই মরি
যতোই তুমি থাকো দূরে
নিত্য তোমায় স্মরি।
আমায় যদি লাগে ভালো
লিখো নিজের থেকে
আর না হলে আপনা থেকে
ঠিকই যাবো বেঁকে।
কাজল কালো চোখের পলক
মিষ্টি হাসি মুখে
দেখতে চাইলে করবে কাব্য
থাকবে মহাসুখে।
আর না হলে হারিয়ে যাবো
পাবে না আর ফিরে
কাঁদবে তখন দিবানিশি
কাঁদবে আমায় ঘিরে।