জল যদি হয় নোংরা কভু
নোংরামি তার যায়না
হাজার রকম ফিল্টারেও
শোধরানো তা যায়না।

খারাপ মানুষ খারাপই রয়
খারাপি তার যায়না
হৃদয় দিয়ে বাসলে ভালো
পরিবর্তন তার হয়না।

শিক্ষাতে যার গোড়ায় গলদ
শিক্ষাতো সে পায়না
শিক্ষা ছাড়া মানুষটি তাই
কাউকে সম্মান দেয়না।

মনের থেকে আসুন সরে
সাথে থেকে কাজ নেই
থাকলে সাথে নিজের ক্ষতি
সাথে থেকে লাভ নেই।


বাংলা= ৫ বৈশাখ ১৪২৯
বার=সোমবার
ইংরেজী=১৮-০৪-২০২২
সময়ঃ=১-৩৫ মিঃ
স্থানঃ=
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ