আজও তুমি বিশ্বব্যাপী নিত্য কথা বলো
বৈঠা হেনে নৌকা বেয়ে নদীতে ঢেউ তোলো
করেছিলে আকাশ আলো তোমার কিরণে
কেমন করে আসলে তুমি বাংলার গগনে।

সকল ভূবন বিচরণে তোমার অবাধ চলা
আজও সবাই স্মরি তোমায় সকাল সন্ধ্যা বেলা
এসেছিলে বসুন্ধরায় তাইতো পাখি ডাকে
তাইতো মাঝি গান গেয়ে যায় নদীর বাঁকে বাঁকে।

গান রচনা কবিতা আর গল্পের আঁকা ছবি
শিশু কিশোর সবাই খোঁজে কোথায় সোনার রবি
তোমার মতো লিখবেনা কেউ সকল শাখায় কবি
নেইতো বাকি লিখেছো হায় সাহিত্যেরই সবি।

তোমার মতো কোনো কবি আসবেনা এ ধরায়
থাকবে তুমি অমর হয়ে সাহিত্যের সব ধারায়
তোমার পরে অনেক কবি ভাবলো গভীর করে
দেখলো সবই লিখে গ্যাছো সোনার কলম ধরে।