নদীর মতো হও সম্মুখ পানে ধেয়ে যাও কখনো নীরব
আবার কখনো সরব গতিতে
নদী যেমন একই দিকে প্রবাহিত হয়
যেমন সে কখনোই বিপরীত মুখী হয়না
ঠিক তেমনই হও সারাজীবন তারই মতো হও শুধু
অতীতকে নিয়ে কোনো দুঃখ বোধ নয়
কষ্ট নয় কোনো
কোনো অনুতাপ অনুশোচনা নয় অতীত কে ঘিরে
অতীত কে ভুলে যাও চিরতরে
তবে অতীতের অভিজ্ঞতা নিয়ে পোক্ত হও
শক্ত হও প্রতিক্ষণে
সম্মুখ যুদ্ধে অগ্রগামী হও
একজন বীর সেনানীর মতো ঝাপিয়ে পড়ো
যতো জল্পনা কল্পনা সবই হোক শুধু ভবিষ্যৎ নিয়ে
যন্ত্রণা ক্লিষ্ট অতীত কে ঘিরে বারবার হুমড়ি খেয়ে পোড়োনা
ভবিষ্যৎ কে নিয়ে এগিয়ে যাও সন্তর্পণে
দক্ষ কৃষকের সুনিপুণ হস্তে লাঙ্গল চালাও
ফসল ঠিকই ঠাঁই নেবে গোলাঘরে
ভবিষ্যৎ পানে তাকিয়ে দ্যাখো শান্তি খুঁজে পাবে
সুখ সাগরে হাবুডুবু খাবে
ভেসে যাবে আনন্দের ফোয়ারায়
অতীত নয় শুধু ভবিষ্যৎই হোক একমাত্র আরাধ্য
তখনই খেলে যাবে অনাবিল আনন্দের ঢেউ