নিঃসঙ্গতার ট্রেনে উঠে দাঁড়িয়ে রয়েছি
সেই কবেকার কথা
সুপারসনিক বিমানের গতিতে পাখনা মেলে
ছুটে চলে অহর্নিশ নিঃসঙ্গতার ট্রেন
ছোটো খাটো স্টেশন কে পেছনে ফেলে
দূরন্ত গতিতে ছুটে চলে ট্রেন
থামবে না থামবে না সে আর কোনোদিন
বগিচ্যুত হলেও সময়েই তুলে নেবে ক্রেইন
আমরণ চলবে চলছে আমার নিঃসঙ্গতার ট্রেন
হাজার হাজার লক্ষ কোটি মানুষের মাঝেও
বেজে ওঠে আমার নিঃসঙ্গতার ধ্বনি
যার শেষ নেই শেষ নেই কোনো?
দু'চারটে উষ্ণ অবউষ্ণ অঞ্চলের মানুষেরা
আমার জন্য অহেতুক উঁকি দেয় কেন?
দু'চারটে পাখি আর ঘন সবুজ কিছু ঘাস ছাড়া
সবই আজ নিঃসঙ্গতার ট্রেনে ওঠে পড়ে জেনো