হৃদয়ে আমার আজও রক্তক্ষরণ
নিবারিবে কে বলো?
কে আছে আমার এ পৃথিবীতে?
সব গাড়ি সব বাস ট্রেন চ'লে যায় সম্মুখ পানে
পিছু ফেরেনা কেউ তাকায়না পিছনে আর
রক্তশূন্যতায় ভুগছি সেই কবে থেকে
খুড়িয়ে খুড়িয়ে হাঁটছি তো হেঁটেই যাচ্ছি
আমার হাটা ক্লান্ত সময়কে মুঠোবন্দী করে রাখবে
এমন কে আছে আমার?
না কেউ নেই!!
রক্তক্ষরণ হতে হতে আমার দিন গননা শেষ
কে আছে আমার এ জীবনে?
যে আমাকে মনে রাখবে
বড়ো নির্দয় নিষ্ঠুর এ পৃথিবী
তবুও চাইনা ছেড়ে যেতে
বাঁচতে চাই হাজার বছর এ নিষ্ঠুর পৃথিবীর মাঝে!