আমি বাঁচতে চাইনা আর,থাকতে চাইনা আমি আর
এ পৃথিবীতে
যেখানে প্রেম নেই, বিরহ নেই,আর নেই এতোটুকু
ভালোবাসা
সেখানে থাকবোনা আমি আর
ভালোবাসাহীন,প্রেমহীন পৃথিবী ছেড়ে চ'লে যাবো
আমি
তুমি থেকে যাও এ পৃথিবীর পরে,শুধু তুমি থেকে যাও
সেখানে থাকবোনা, থাকতে চাইনা আমি আর
আমি চ'লে যাবো এক অজানা ভিন্ন জগতে
একটা নির্জন দুপুরের অপেক্ষায় থাকবো আমি সেখানে
গাছের ডালে নিবিড় মনে যেখানে ঘুঘু ডাকবে
ডাকতে ডাকতে এক সময় বিকেল তারপর সন্ধ্যা এনে
দেবে আমার হাতের মুঠোয়
প্রেম ভালোবাসাহীন এ পৃথিবী আমার নয়
থাকবোনা এ পৃথিবীতে আমি আর মুহূর্তকাল
পৃথিবীর সমগ্র সাগরসম প্রেম ভালোবাসা নিয়ে বাঁচতে
চাই আমি
জানালা দিয়ে অসীম আকাশ আর পাখিদের কোলাহল
দেখতে চাই
দূর করে দিতে চাই হৃদয়ের যতো শূন্যতা আর হাহাকার
এমন এক পৃথিবী চাই আমি
প্রেম,বিরহ আর ভালোবাসা ছাড়া পৃথিবী একেবারেই
অচল
এ জীবন নিয়ে বাঁচতে চাইনা আমি আর
আমি চাই শুধু প্রেম আর ভালোবাসা
এ ছাড়া জীবনে আমি চাইনা কিছু আর