কারো ওপর নির্ভরতা বেশী ভালো নয়
যে মানুষটা এখন ভালো পরে ভালো নয়।
নির্ভরতা ছাড়া আবার জীবন চলে না
নির্ভরতা থাকতে হবে তবে বেশী না।
যখন তখন মানুষের মন বদলে যেতে পারে
নির্ভরতা এটার ওপর বাড়তে কমতে পারে।
ঋতু যেমন বদল হয় প্রাকৃতিক ভাবে
মানুষের মন বদল হয় ঠিকই একইভাবে।