কতো মাল কতো জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে আছে
পড়ে আছে তোমার আমার ঘরে
রাত্রি যায় দিন আসে আহা বুঝবো কেমন করে?
তুমি আছো তোমার ঘরে একাকী আলিঙ্গনে
আসলে ঘরতো নয় সে যেনো জেলখানায় বন্দী চিরন্তন
তোমার রূপ মিষ্টি মুখ আজ হামাগুড়ি খায়
নাকডাকা পাখির ঘরে
বেদনার নীল শিখা জ্বেলে তুমি বসে রও
প্রভাতের তরে
নিদ্রাহীন চোখে
কেঁদে কেঁদে অশ্রুবারি বিসর্জন দেও নিজের মতো ক'রে
নাকডাকা পাখির আওয়াজে মিলিয়ে যায় সব
কে দেখবে এসব আপন অক্ষি মেলে?
মানুষ আজ ব্যস্ত সবাই নিজ নিজ ঘরে
কেউ নেই দেখার এসব উঁকি মেরে আর
শূন্যতা হাহাকার আর বিষন্নতা বসবাস করে
শুধু আজ তোমার আমার ঘরে
শিশির কুয়াশা জোছনা আজ শুধু যায় খেলে