কালের অকাল স্রোতে হঠাৎ করে একদিন
ভেসে যাব আমি
অজানা কোনো এক সাগরপানে
টের পাবেনা তুমি কিছুই তার
পাবেনা আর কোনো দিন
পাখিরা ঢের চেয়ে রবে নীরবে
ভাষাহীন হয়ে রবে তারা সব
এমন কথা কে কাকে শুধাবে
একদিন বহুদিন পরে কোনো এক দিপ্রহরে
জানালার পাশে বসে পাখির তৃণ খোঁজা দেখে
আনমনা হারিয়ে যাবে তুমি
হঠাৎ কোনো এক বন্ধুর রিং বেজে উঠলে
জানবে ঠিক তখনই তুমি
আমি আর নেই এ সুন্দর ধরাধামে