ভালো আছো নিশ্চয়ই
হা তুমি অবশ্যই এখন অনেক ভালো আছো
জীবনের কানাগলির পথ আঁকড়ে ধরে থাকতে চায় কে বলো
কানাগলি ফেলে তাই সদর গলিতে নিঃশঙ্কোচে ঢুকে গেলে তুমি
সেজন্য অবশ্য লজ্জা নেই কোনো
জীবনে এমন কিছুতো হয়নি যে লজ্জা পেতে হবে
তুমি নাহয় স্বীয় স্বার্থে চেনাগলির গতিপথ বদলাতে চেয়েছিলে
কার কি আসে যায় তাতে? অন্তত তোমার তো নয়ই
হা তুমি তোমার জায়গায় ঠিকই ছিলে
কিন্তু তুমি তো কেড়ে নিয়েছিলে শত জনমের অধিকার
পদতলে পিষ্ট করেছিলে ক্রাশিং মেশিনে পাথর ভাঙার মতো
গভীর মমতা আর প্রেমময় ভালোবাসার সাগরে হাবুডুবু খাইয়ে
শেষ পর্যন্ত ছেড়ে দিলে তুমি কৃষ্ণ সাগরের অতল গহ্বরে
সাগরের উথাল পাথাল ঢেউয়ের মাঝে এক টুকরো নুড়ির জন্য
সে কি হাহাকার সে কি অসহায়ত্ব
গভীর উদ্বেগে শেষ পর্যন্ত নিভে গেলো দীপ
কিন্তু তুমিতো জানতে হা খুব ভালো ক'রেই জানতে তুমি
কখনোই ছিলে না আমার
অভিনয়ে পোক্ত ও সিদ্ধ তুমি 'তোমাকে ভালোবাসি ব'লে'
একদিন তোমার শরীরের যৌবনের এক কোটি কামার্ত পোকা
ছেড়ে দিলে তুমি আমার শরীরে
পোকাগুলো নির্বিঘ্নে খেলে গেলো ক্লান্তিহীনভাবে
শরীরের বিভিন্ন অঙ্গ সৌষ্ঠবে খেলে গেলো কামার্ত
পোকাগুলো নিবিড়ভাবে
সুখ শিহরণে আর সুখ শিৎকারে প্রকম্পিত হলো জলের পৃথিবী
আমি শুধু নীরবে কথা ব'লে গেলাম ঘুমন্ত রাত্রির সনে
তোমার কথার ফুলঝুরিতে একদিন ভেসে যেতাম আনন্দের
বন্যায়, বিস্তৃত প্রতারণার জাল ঘিরে ধরলো আমাকে ঠিক
অক্টোপাসের মতো, হার মানতে হলো পৃথিবীর সকল
অভিনেত্রীকে তোমার নিখুঁত অভিনয়ের কাছে
আসলে তুমি কখনোই আমাকে ভালোবাসনি
কখনোই তুমি আমার ছিলে না
তুমি ছিলে আসলে আমার এক ছলনা
তুমি ছিলে আসলে এক স্বার্থপর পোক্ত অভিনেত্রী
তুমি ছিলে আসলে এক ধূর্ত কলঙ্কিত অভিযাত্রী
তুমি ছিলে আসলে এক ধূর্ত কলঙ্কিত অভিযাত্রী