য়ায় না কথা কানে তোমার
বারবার আমি কই
তোমার লেখা কাব্য ছাড়া
কেমনে আমি রই?
তোমার পাতা শূন্য দেখে
কাঁদে আমার মন
তবুও তোমার মন গলে না
নীরব সারাক্ষণ।
তোমার লেখা কাব্য আমি
পড়তে ভালো বাসি
তাই তো তোমার পাতায় আমি
নিত্য ফিরে আসি।
মন বসে না কাজে আমার
ভাল্লাগে না কিছু
ঘুরি ফিরি পাতায় তোমার
পাইনা খুঁজে কিছু।
একলা ঘরে থাকি আমি
মন পড়ে রয় দূরে
তুমি বিনে কেমন করে
থাকি আমার ঘরে?
পড়বো তোমার কাব্য আমি
এটুকু হায় চাওয়া
সময়মতো কাব্য তোমার
যায়না কেনো পাওয়া?