হয়তো পেয়েছো এক নিজস্ব ভূবন
পেয়েছো নিজস্বতা চিন্তার স্বাধীনতা
ভাবছো নিজের মতো ক'রে পরিচিত সব জনকে নিয়ে
কতো কথা কতো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছো প্রতি মুহূর্তে
যতোদূর চোখ যায়
শৈশব কৈশোর পেরিয়ে যেসব লোকের ভীড়ে
একদিন হারিয়ে যেতে
আজ তারা সকলেই তোমার স্মৃতির সেতুতে দাঁড়িয়ে
গাংচিল শালিকের ওড়াউড়ি দেখছে
তুমি তাদের নিয়েই চ'লে যাচ্ছো অনেক অনেক দূর
আবার তুমি ফিরে আসছো সুপারসনিক গতিতে আপন ভূবনে
মনে করছো তুমি ভালো আছো অনেক অনেক সুখে আছো তুমি
তবে চোরাগলির পথ চলার হাজার বছর পরও আজ
তোমার চোখে এতো জল কেনো নীলা?