ভার্সিটিতে পড়তাম আমি ঠিকই তোমার মতো
চেষ্টা করলে চাকরি পেতাম বড়ো কিংবা ছোটো
চেয়েছিলেম গড়তে আমি ছোট্টো সুখের ঘর
তাইতো জীবন দিলাম সপে তোমার সুখের পর।
জীবন দিলাম সবই দিলাম শুধুই তোমার জন্য
তবুও তোমার মন পেলামনা থেকেই গেলে বন্য
হয়তো আমি তোমার মতো হতাম একটা কিছু
তখন কি আর টাকার জন্য থাকতাম লেগে পিছু?
মুখে যখন বলি আমার লাগবে কিছু টাকা
অন্তর আমার যায় পুড়ে যায় শুধুই করে খাঁখাঁ
ভুল যা হবার হ'য়েই গ্যাছে আর যে কিছুই নাই
মন ব'লে দাও কোথায় যাবো? উপায় কিছুই নাই।
এমনি ক'রে জীবন আমার যাচ্ছে কেটে যাক্
যে যার মতো সুখের তরে থাকরে সবাই থাক্।
এ জীবনে ভুলের মাশুল ঠিকই গুনতে হয়
তবুও মানুষ ভুল করে যায় অন্য কেহ নয়।