নারী আমার মা জননী
নারী ই আমার বোন
নারী আমার স্ত্রী আহা
নারী ই পরম ধন।

নারী আমার বংশের বাতি
নারী ই অলঙ্কার
নারী আমার সন্তানের মা
নারী ই অহঙ্কার।

নারী আমার আলো আবার
নারী ই আমার হাসি
নারী আমার সুখের নীড় আর
নারী ই মিষ্ট ভাসি।

নারী আমার শান্তি সুবাস
নারী ই আমার জীবন
নারী আমার তৃপ্ত হৃদয়
নারী ই আমার মরণ।

নারী আমার সম্পদ আবার
নারী ই আমার সম্পত্তি
নারী আমার মনোজগৎ আর
নারী ই আমার ভিত্তি।

নারী আমার গোলাপ ফুল আর
নারী ই আমার ফল
নারী আমার কুল কিনারা আর
নারী ই আমার বল।

নারী আমার শক্তি সাহস
নারী ই আমার মান
নারী আমার ভক্তি আবার
নারী ই আমার ত্রাণ।

নারী আমার তাজমহল আর
নারী ই আমার প্রাণ
নারী আমার মোমতাজ মহল
নারী ই আমার জান।

নারী আমার গান সাধনা
নারী ই গানের সুর
নারী আমার গানের রাণী
নারী ই সপ্তসুর ।

নারী আমার লক্ষ্মী আবার
নারী ই আমার রূপ
নারী আমার পক্ষী আবার
নারী ই অপরূপ।

নারী আমার শস্যক্ষেত্র
নারী ই আবার উর্বর
নারী আবার শস্য শ্যামল
নারী ই আবার দূর্বার।

নারী আমার নদীর জল আর
নারী ই আমার ফসল
নারী আমার ধানের বীজ আর
নারী ই আমার আসল।

নারী আমার পরশ সুধা
নারী ই আমার অলঙ্কার
নারী আমার প্রেম বিরহ আর
নারী ই আমার পুরস্কার।

নারী আমার কবিতা আর
নারী ই আমার গান
নারী আমার শব্দ কথা
নারী ই আমার প্রাণ।

নারী আমার বধু আবার
নারী ই আমার মিলন
নারী আমার স্বর্গ সুখ আর
নারী ই অতুলন।

নারী আমার ক্ষুৎ পিপাসা
নারী ই আমার জয়
নারী আমার সুধা ভরা
যৌবন দ্যুতিময়।

নারী আমার অভিমান আর
নারী ই সুমহান
নারী আমার সুখ তারকা
নারী ই মহীয়ান।

নারী আমার ইতিহাস আর
নারী ই ঐতিহ্য
নারী আমার জয়ের ধারা
নারী ই ঐশ্বর্য।

নারী আমার সমাজচিন্তা
নারী ই অধিকার
নারী আমার উন্নয়ন আর
নারী ই সংস্কার।

নারী আমার প্রেরণা আবার
নারী ই আমার বিজয়
নারী আমার শাসক আবার
নারী ই আমার হৃদয়।

নারী আমার দয়ার সাগর
নারী আমার স্নেহ
নারী আমার মায়াভরা
নারী সুখের গৃহ।

নারী আমার দীর্ঘ নদী
নারী ই আমার নয়ন
নারী আমার শ্রেষ্ঠতম
নয়ন ই সেরা চয়ন।

নারী আমার শুধুই নীলা
নারী আমার নীলা
নারী আমার আছে নীলা
থাকবে আমার নীলা।  

নারী আমার বেদনার ছায়া
নারী আমার বৃক্ষ
নারী আমার শীর্ষ মায়া আর
নারীর জয়ই লক্ষ্য।