নাচতে তুমি ভালোবাসো নাচতেতো নাই মানা
তুমি যে এক নাচুনে বুড়ী সেতো সবার জানা।
কাপড় চোপড় যতো লাগে কিনে মনের মতো
নাচো তোমার যতো খুশী নাচো ইচ্ছে যতো।
হাত নাচাও পা নাচাও কোমর নাচাও আরো
নাচতে গিয়ে পোলাডারে সঙ্গী কেনো করো?
নিজে নাচো ভালো কথা অন্যরে ক্যান নাচাও?
নিজের নাচন নিজেই দেখে নিজের প্রাণ বাঁচাও।