একটা কাঁচা লঙ্কা একটা পিয়াজ আর
একটু লবনের জন্য
সেদিন আঙুলে ভর করেছিল নীলা
ত্রিশ টাকা মূল্যের একটা শাড়ি
দুই টাকার কাচের চুড়ি
একটা বাবলার নাকফুল
চার আনা দামের আলতা
নেই দামের একজোড়া নুপুর
এই সামান্যইতো ছিলো তার চাওয়া
স্বর্ণের ভরি ভরি গহনার
সুন্দর একটা বাড়ি ও লেটেস্ট মডেলের গাড়ি
এরকম কোনো দাবিই ছিলো না কখনো
পৃথিবীতে কতজনের কতো দাবিই তো পূরণ হয়
অথচ এই সামান্য চাওয়া পূরণ হলোনা তার
কলমধরা বৃষ্টির জলেএকাকার হয়ে
ফিরে যেতে হলো একলাই তাকে
পৃথিবীর নদীনালা খালবিল জলশূন্য হয়ে
হতাশায় কেঁদে মরে
অথচ নীলার অশ্রুবারি টপটপ করে
আজও অকপটে ঝরে পড়ে