ঐ একজন মানুষ ই তো এখনো আছে আমার জন্য
শতো সহশ্র দুঃখ কষ্ট যন্ত্রণা শুধু তার সাথেই তো
শেয়ার করি আমি
বন্ধুহীন জীবন তো স্রোতহীন নদীর মতো
জীবনের সজীবতা সৌন্দর্য সবি লোপ পায়
যদি না বন্ধু থাকে
সংসারে বন্ধুহীন মানুষ বড়ো অসহায়
এই বন্ধু যদি আমার আগেই এই ধরাধাম ত্যাগ করে
কি করে বাঁচবো একা এই পৃথিবীতে আমি?
যতোই অসুস্থ হও,ভয় পেও না তুমি ভালো হয়ে যাবে
আমি তো তোমার সাথেই আছি
আমার জন্য তোমাকে বাঁচতে হবে
গোলাপের পাপড়ির সজীবতা সৌন্দর্য ধরে রাখার
জন্যই তোমাকে বাঁচতে হবে
জানালা দিয়ে প্রবাহিত মলয় সমীরণ কে সম্ভাষণ
জানানোর জন্য তোমাকে বাঁচতে হবে
তোমার পছন্দের শাড়ী পরে অনুষ্ঠানে যাবার জন্য
তোমাকে বাঁচতে হবে
লাইব্রেরী চত্বরে ঘাস বনে বসে কথা বলার জন্য
তোমাকে বাঁচতে হবে
ঝমঝম বৃষ্টিতে লেকের পাড়ে আটশাট হয়ে গল্প করার
জন্য তোমাকে বাঁচতে হবে
তুমি যেতে পারো না
তোমাকে বাঁচতে হবে শুভ্র মেঘ বালিকাদের সাথে
আকাশে আকাশে উড়ে বেড়ানোর জন্য
তুমি চলে গেলে কার সাথে কথা বলবো আমি?
কাকে বলবো আমি মনের কথা?
আমার যতো সব দুঃখ কষ্টের কথা
কি করে বাঁচবো বলো তোমাকে ছাড়া?
না তুমি যেতে পারো না আমাকে ছেড়ে
আমার জন্য না হয় তুমি থাকো!