শুনলে পরে বলবে সবাই বলছে ব্যাটা মিথ্যে কথা
কেমন করে বললে বলো বুঝবে সবাই সত্যি এটা
যেযা ভাবে ভাবুক লোকে বলবো আমি সত্যি কথা
বাড়ে যদি তাতেই কারো বাড়ুক না হয় বুকে ব্যাথা।

আমার একজন দাদা ছিলো কথা ছিলো পরিষ্কার
হওনা তুমি আর যা কিছু হতেই হবে ব্যারিস্টার
অপর দাদা বুদ্ধিজীবি ডাকতো আমায় প্রতিদিন
দুই দাদারই কাছে ঋণী থাকবো আমি চিরদিন।

গর্ভধারিনী মাযে আমায় ডাকতো সদা আইনবাজ
সেসব কথা পড়লে মনে পাইযে আমি ভীষণলাজ
শ্রদ্ধাভাজন বাবা আমায় ডাকতো সদা জজ সাব
কবুল হলো সবার দোয়া হলাম শেষে জজ সাব।