আগুনে পুড়ে ঝলসে যায় মানবদেহ
কিছু বুঝে ওঠার আগেই ছাই হয় সোনার মোহর
মৃত্যুর দামামা বেজেই চলে চারপাশে
এ যেনো থামবার নয় কোনো আশে
কেউ ঢাকা কেউ খুলনা কেউ রাজশাহীতে কেউ আমেরিকা
কেউ কানাডায় আবার কেউবা লন্ডনে কেউবা কোলকাতায়
ঠিক পাতার শব্দের মতো মৃত্যুর মিছিলে শামিল হয়
নীরবে নিভৃতে ছেড়ে যায় তারা সুন্দর এ পৃথিবী
বন্ধু বান্ধব আত্মীয়স্বজন হঠাৎ ক'রেই উঠে যায় মৃত্যুর ট্রেনে
গন্তব্যে পৌছার আগেই ঢ'লে পড়ে মৃত্যুর কোলে
কার কি আসে যায় তাতে? দেখুক না তারা করুণ আঁখিপাতে
মরুকনা কেউ কেউ অনাদরে অবহেলায় এভাবে
আমরা সব থাকিনা যে যার মতো দুধে ভাতে
বাজারের পঁচা চিংড়ী আর কাচকি মাছের চেয়েও
অনেক বেশি মূল্যহীন আজ মানবজীবন
নীরবে নিঃশব্দে চ'লে যায় সব প্রিয় আপনজন
যাকনা সবাই এভাবে যেতেই থাকুক সব পৃথিবী ছেড়ে
কার কি আসে যায় তাতে!