আমার বাড়ির ছাঁদ বাগানে
মৌমাছিদের বাসা
অবসরে তাদের সাথে
কাটতো সময় খাসা।
বসতাম আমি প্রায়ই গিয়ে
মৌমাছিদের পাশে
গল্প সদা করতো তারা
বন্ধু হবার আশে।
অবশেষে মৌ পোকারা
হলো আমার বন্ধু
বিশ্বাস আমার জন্ম নিলো
পদ্মা থেকে সিন্ধু।
হঠাৎ একদিন পোকা গুলো
মারলো এমন কামড়
ব্যথা বিষে কুঁকড়ে গেলাম
বাঁকা হলো কোমর।
কোথায় যাবো কেমন করে
ভেবে পাইনা আর
মৌমাছিদের কামড়ে আজ
হলাম পদ্মা পার।
বুঝতে আমি পারি না ভাই
মৌমাছিদের হুলে
কোথায় ছিলো বিষ লুকিয়ে
ছিলো মধুর ছলে।
এমন কামড় মারলো তারা
একসাথে সব মিলে
ফুলে গেলো গা খানি হায়
গেলো ব্যথায় ছিলে।
গেলাম শেষে ডাক্তার খানায়
ওষুধ পাবার আশে
ওষুধ দেবে কিসে ডাক্তার
খিলখিলিয়ে হাসে।
মেজাজ হলো বড্ড খারাপ
দিলাম মেরে ঘুষি
ঘুষি খেয়ে ডাক্তার আরো
হলো বেজায় খুশি।
অবাক হলাম বেবাক আমি
দেখে তাহার খুশি
আসলে সে লোক না কিসে
শুধুই তিলের ভুষি।