তোমরা সবে মিলেমিশে খাচ্ছো সবার রক্ত
রক্তহীনের রক্ত খেয়েও হচ্ছো না তো ক্ষান্ত
গাড়ি বাড়ি টাকার জন্য পাগল দিবা রাত্রি
বস্ত্রহীনের বস্ত্র কাড়ো দেখেন বসে ধাত্রী।
লোভের তরে ষাঁড়ের মতো খাচ্ছো লুটেপুটে
এমনতো নয় বাঁচতে তোমরা খাচ্ছো খুঁটেখুঁটে
বড় করতে ব্যাংক একাউন্ট গড়ছো টাকার পাহাড়
গরীব মেরে খরকুটো খাও লুটছো তাদের আহার ।
লোভে পড়ে খাইনাতো ভাই আমরা অনেক কিছু
একটু খানি রক্তের জন্য লাগি সবার পিছু
প্রয়োজনের চেয়ে আমরা চাইনা বেশি আর
তবে কেনো এক থাবাতে করো পদ্মা পার?
একটুও না ভাবো তোমরা আমার অধিকার
আছে সবার খাওয়া পরার আছে স্বাধিকার
এক ফোঁটা রক্তের জন্য যখন ফুটাই হুল
থাবা মেরে জীবনটা নেও লাগাও হুলস্থুল।
তোমরা যে খাও পরের খাবার জবরদস্তি করে
আমরা পাইনা খেতে কিছু শূন্য পেটটি ভরে
হায়রে মানুষ খাবার দিতে এতো কেনো কষ্ট ?
তোমরা যে সব গরীব খেকো নয়কিসে পথ ভ্রষ্ট?
আমরা যে সব মশামাছি নাইকি তব দয়া
বাঁচতে পারি আমরা সবাই দিলে একটু ছায়া
মানবকুলে কাউকে এমন খুঁজে নাহি পাই
রক্তের জন্য হুল ফুটালে থাবা মারে নাই ।