শুধু তোমার দিকেই তাকিয়ে থাকলাম
সারাজীবন
পড়লো না চোখের পলক
সুর তাল লয়কে উপেক্ষা করে রচে গেলাম হাজারও কবিতা
শুধু ই তোমার জন্য
প্রেম বিরহের আকুতি নিয়ে বারবার দাঁড়িয়েছি তোমার সামনে
ভালোবাসার আবেগভরা সুন্দর চাহনিতে
বেঁধেছি বেদনা বিরহের বাসরঘর
বুঝতে পারোনি তা-ও
বুঝবে কি করে বলো!
চোখের ভাষাই যখন দুর্বোধ্য
মনের ভাষা বুঝবে তখন কি করে?
তবুও আমি তাকিয়ে থাকবো শুধু ই তোমার দিকে আমৃত্যুকাল
তবুও কোনোদিন দেবোনা আমার এ প্রিয় পৃথিবীকে হারাতে