তোমার জন্য রাখবো একটা নাম
গ্রাম ঠিকানা লিখে আমি
ভরিয়ে দেবো খাম।
লিখবো আমার মনের কথা
লিখবো পাতা ভ'রে
যতোই থাকো দূরে।
আঁকবো আমি তোমার ছবি
মোনালিসার মতো
আঁকবো অবিরত।
যেথায় তুমি থাকোনা ক্যান
খুঁজবো দিবস যামি
ঠিকই পাবো আমি।
তুমি ছাড়া জীবন আমার
খাঁ খাঁ মরুভূমি
কোথায় যাবো আমি?
তোমার জন্য যাবো আমি
যাবো বিরামপুরে
খুঁজবো জীবন ভ'রে।