হটাৎ কেনো মন খারাপ হয়
বুঝতে আমি পারি না
বিষাদ আমার মন ছুঁয়ে যায়
শান্তি যে আর পাই না।

অভাব নাহি সবই আছে
তারপর ও মন খারাপ হয়
আমার মতো আপনার ও কি?
মনটা এরূপ খারাপ হয়।

সব অসুখের ওষুধ আছে
মন খারাপের ওষুধ নাই
মাঝে মাঝে মন খারাপ হয়
বলুন এখন কোথায় যাই?

আছে আছে মনের ওষুধ
যে কারণে খারাপ হয়
অঙ্ক তাহার মিলে গেলে
মনটা তখন ভালো হয়।

আপনা হতে মন খারাপ হয়
আপনা হতেই যায় চলে
যতক্ষণ মন থাকে খারাপ
হৃদয় খানি যায় জ্বলে।

মনটা যখন খারাপ করে
কিছুই ভালো লাগে না
ঘুরি ফিরি নদীর ধারে
শান্তি যে আর আসে না।

যেমনি করে মন খারাপ হয়
তেমনি আবার যায় চলে
যাবার সময় খারাপ মনটি
কিচ্ছু নাহি যায় বলে।

মানুষের মতো পশুর ওকি
মনটা এরূপ খারাপ হয়?
মন খারাপের অসুখ নিয়ে
তাদের ওকি চলতে হয়?

মন যেহেতু আছে তাদের
খারাপ হবে বৈ কি
মন খারাপের পশুগুলো
ঝিম মেরে তাই রয় কি?

মন খারাপের দিক কিন্তু
সবার ক্ষেত্রে একই নয়
প্রতি জনের ক্ষেত্রে তাই
কারণ কিন্তু ভিন্ন হয়।